দা-বটি-শিলপাটা শান দেয়া বেড়েছে শেষ বেলায়

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১৭:১৪

কোরবানির ঈদের ঠিক আগে আগে শেষ বেলায় দা, বটি, চাকু, কুড়াল, শিলপাটা ধার বা শান দেয়ার ব্যস্ততা বেড়েছে। আর এ জন্য রাজধানীর অলিগলিতে এসব কাজে যুক্ত লোকদের হাঁকডাক শোনা যাচ্ছে। এক্ষেত্রে মুখের বদলে হ্যান্ডমাইক ব্যবহার করছেন তারা। ফলে দূরের লোকজন ছাড়াও ভবনের উপরতলার লোকজনও শুনতে পাচ্ছেন। তারা প্রয়োজনমতো বটি, চাকু, চাপাতি, শিলপাটা ধার করাচ্ছেন।
তবে এখানেও করোনার হানা। অন্যান্য বছরের তুলনায় কাজ কম বলে জানিয়েছেন এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও