![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F31%2F1.jpg%3Fitok%3DIBNJACG8)
মধ্যরাতে গরুশূন্য রাজধানীর পশুর হাট
ক্রেতা নেই, বিক্রি নেই- এমন চিত্র ছিল গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাজধানীর প্রায় সব পশুর হাটের। সন্ধ্যার পর এক নিমিষেই পাল্টে যেতে থাকে চিত্র। পশুর হাটগুলোতে বাড়তে থাকে ক্রেতা। মধ্যরাতে হঠাৎ গরুশূন্য হয়ে পড়ে হাটগুলো। আজ শুক্রবার সকাল থেকে বাজারগুলোতে ক্রেতা আছে কিন্তু গরু নেই। হঠাৎ এমন চিত্র দেখে বিস্মিত ক্রেতারা। এ হাট থেকে ওই হাটে ছোটাছুটি করে হতাশ হয়ে পড়েছেন অনেক ক্রেতা। গরু না পেয়ে অনেকের কোরবানি দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কয়েকটি পশুর হাটে গিয়ে দেখা যায়,ক্রেতারা ঘুরছেন কিন্তু গরু নেই। ব্যাপারিরা বসে বসে আড্ডা দিচ্ছেন। কেউ কেউ নতুন করে আবার গরু বাজারে