দিল্লিতে আবার পেট্রলের থেকে সস্তা ডিজেল, কলকাতায় জ্বালানির দাম কত?

এইসময় (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১৬:০২

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে বেশ কিছুদিন পেট্রলের থেকে দামি থাকার পর অবশেষে রাজধানীতে দাম অনেকটাই কমল ডিজেলের। এখন আবারও পেট্রলের থেকে সস্তা ডিজেল। তবে শুক্রবার বাকি মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম অপরিবর্তিতই রয়েছে।

গত কয়েকদিন ধরেই মাত্রাতিরিক্ত হারে বেড়েছে ডিজেলের দাম। প্রথা অনুযায়ী দেশে পেট্রলের দাম বেশি থাকে ডিজেলের থেকে। কিন্তু দিনকয়েক আগে প্রথমবার দিল্লিতে পেট্রলের থেকে দামি হয়ে যায় ডিজেল। সেই অবস্থাই বজায় ছিল বেশ কয়েকদিন ধরে। বৃহস্পতিবার দিল্লিবাসীকে স্বস্তি দিতে সুরাহার পথ বের করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভ্যাট কমিয়ে এক ধাক্কায় রাজধানীতে ডিজেলের দাম লিটারে ৮ টাকারও বেশি কমিয়ে দেন তিনি। বৃহস্পতিবার বাকি মেট্রো শহরগুলিতে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিতই ছিল। সেই ধারাই বজায় থাকে শুক্রবারও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও