বাউল সাধক লোককবি জালাল খাঁ’র ৪৮তম মৃত্যুবার্ষিকী

বার্তা২৪ নেত্রকোনা প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১৫:৪৭

‘ও আমার দরদী, আগে জানলে তোর ভাঙ্গা নায় আর চড়তাম না’ ‘আরে ও ভাটিয়াল গাঙ্গের নাইয়া, ঠাকু ভাইরে কইও আমায় নাইয়র নিতো আইয়া’ ‘সেই পাড়ে তোর বসতবাড়ি, এই পাড়ে তোর বাসা,’ ‘দয়াল মুর্শিদের বাজারে, কেহ করে বেচাকেনা, কেহ কান্দে রাস্তার পড়ে’ ‘ধন্য বলি তারে আপন দেশে বসে যেজন চিনতে পারে আপনারে’এ রকম অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা দেশের অন্যতম একজন বাউল সাধক ও লোককবি জালাল উদ্দিন খাঁ। তার ৪৮তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই)। ১৯৭২ সালের এই দিনে পরলোকগমন করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও