হিসাব বহির্ভূত সোনা নিয়ে নিয়ম শিথিল করতে পারে কেন্দ্র
হিসাব বহির্ভূত সোনার ক্ষেত্রে এ বার কড়াকড়ি শিথিল করার পথে হাঁটছে কেন্দ্র। কর ফাঁকি দিয়ে এত দিন ঘরে সোনা মজুত করে রাখতেন যাঁরা, কঠোর আইনি ব্যবস্থার পরিবর্তে তাঁদের ক্ষমা করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে আয়কর দফতরকে মজুত সোনার হিসাব দিতে হবে তাঁদের। সেই সোনার উপর যে কর এবং জরিমানা ধার্য হবে, তা-ও মিটিয়ে দিতে হবে। তাহলেই সাজা থেকে রেহাই মিলবে। করফাঁকি রুখতে এবং বিদেশ থেকে সোনার আমদানি কমাতেই এ নিয়ে কেন্দ্রের তরফে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই প্রস্তাব এসেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে