![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/31/19022b2b4b3c5670352e92d0a5b4612e-5f23c29d4c628.jpg?jadewits_media_id=1550822)
করোনাকালের ফ্যাশনধারা
প্রথম আলো
প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১৩:০২
অবরুদ্ধ বন্দিদশায় অদ্ভুত মন খারাপ; তা সত্ত্বেও অতিমারীর নানামুখী প্রভাবকে পাশ কাটিয়ে নিজেকে সুস্থ আর পরিপাটি রাখার চেষ্টায় নিরত ভুবনবাসী। সুখের কথা, এর মধ্যেই সৃষ্টি হয়েছে যাপনের নতুন ধারা। এই ধারা বহমান সারা বিশ্বেই। এখানে যেন পুব-পশ্চিম এক সুতায় গাঁথা। বাংলাদেশও হাঁটছে একই পথে। মৌলিক পোশাকেই ফ্যাশনেবল করে তোলার চেষ্টা করছে সবার; বিশেষত তরুণদের।