গরুর বাজার “উল্টা-পাল্টা”
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১২:৪২
পোহালেই ঈদুল আজহা। সেই হিসেবে পশুরহাটের ব্যাপ্তিও আর মাত্র কয়েক ঘণ্টা। মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে গোটা রাজধানীতেই পশুর হাট কম বসেছে। গত কয়েকদিন হাটে ক্রেতার উপস্থিতি সেভাবে জমজমাট ছিল না। কিন্তু আজ সকাল থেকে পাল্টে গেছে পরিস্থিতি। রাজধানীর কোরবানির হাটগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষণীয়।
হাটে এখন পশু কম, কিন্তু সে তুলনায় কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতার সংখ্যা বেশি। তাই সময় গড়ানোর সঙ্গে হাটে পশুর দামও উঠানামা করছে। বিশেষ করে আজ শুক্রবার সকালের পর সব হাটগুলোতেই কোরবানির পশুর দাম বেশ চড়া লক্ষ করা গেছে। বিক্রেতারা পরিস্থিতি বুঝে পশুর দামও বেশি বেশি হাঁকছেন।