অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত লালমনিরহাট বিএনপি
অভ্যন্তরীণ কোন্দল আর একক নেতৃত্বের কারণে লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক তৎপরতা আজ শুন্যের কোঠায়। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার দ্বন্দ্বে হতাশাগ্রস্ত হয়ে দিন দিন নিষ্ক্রিয় হয়ে পড়ছেন তৃণমূলের শতশত নেতাকর্মীরা।
জানা গেছে, জেলা বিএনপির সভাপতি বছরের বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করেন। কদাচিৎ বাড়িতে ফিরলেও পরিবারিক কাজ মিটিয়ে ও মনপুত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে তৃণমূলের খোঁজ-খবর না নিয়েই যথারীতি ঢাকায় ফিরে যান তিনি। এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এলাকায় থাকলেও প্রকাশ্যে আসেন না। এর মূল কারণ হলো বাবলা ও দুলুর দ্বন্দ্ব। আর এ দ্বন্দ্বের বলি হচ্ছেন তৃণমূলের শতশত নেতাকর্মীরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে