করোনা পাল্টে দিয়েছে হাতের লেখার ধরন
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১০:০৬
মহামারী করোনাভাইরাস মানুষের জীবনযাপনকে আমূল পাল্টে দিয়েছে। বাহ্যিক এবং মানসিক সবকিছুতেই এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। করোনার এই দুঃসময়ে মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। এমন অনিশ্চিত একটা অবস্থা মানুষের হাতের লেখায়ও প্রভাব ফেলেছে বলে দাবি হস্তলেখা বিশেষজ্ঞদের।
২২-৬২ বছর বয়সী প্রায় দু’শো জনের করোনা-পূর্বের হাতের লেখা ও বর্তমান লেখার তুলনা করে তারা জানাচ্ছেন, বর্তমান সময়ে সামগ্রিকভাবে হাতের লেখা পাল্টে গিয়েছে। যার নেতৃত্বে ওই সমীক্ষা করা হয়েছে সেই হস্তলেখা বিশেষজ্ঞ মোহন বসু জানাচ্ছেন, মানুষের ‘বায়োলজিক্যাল ইগো’ যখন বহির্জগতের সংস্পর্শে আসে, তখন তার মধ্যে একটি লক্ষ্য থাকে।