মহাবিশ্বের সবচেয়ে তাত্পর্যপূর্ণ ঘটনা
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১০:০০
                        
                    
                মহাবিশ্বের সবচেয়ে তাত্পর্যপূর্ণ ঘটনাটি কী? এ রকম প্রশ্ন করা হলে আমরা প্রায় সবাই হয়তো ধন্দে পড়ে যাব। মনে হবে নানান কথা, ভাবব আকাশপাতাল অনেক কিছু। উত্তরও হতে পারে নানা রকম। সেসব উত্তরের অধিকাংশই জটিল সব বিষয় নিয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। সহজ উত্তরটি হয়তো মনেই আসবে না আমাদের। কারণ ওটাকে আমরা তাত্পর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে মনেই করি না। কিন্তু সত্য হলো এই যে এই ঘটনা না ঘটলে আমাদের অস্তিত্বই থাকত না।