You have reached your daily news limit

Please log in to continue


ঈদের উচ্ছ্বাস নেই আম্পানে বিধ্বস্ত শ্যামনগরে

বাঁচার জন্যি যাগো লড়তি হচ্ছে, তাগো ঈদ হবে কেম্মায়। আম্পানে ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত পর্যন্ত করতি পারিনি, আয় রোজগার না থাকায় ঠিকমতো খাওয়া পর্যন্ত জুটতেছে না। তাই এবার আর আমাগো কপালে ঈদনি।ঈদ প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে এভাবেই কথাগুলো বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গৃহবধূ মোছা. শরবানু বিবি।পাশেই দাঁড়ানো প্রতিবেশী আমজাদ হোসেন বললেন, ‘গেল বছর স্বামী-স্ত্রী দুজনই কোরবানি দেলাম। এবার আম্পান আমাগো পথে বসিয়ে দিগেছে, এখন সরকার বনে যাওয়াও বন্ধ করে দে। তাই কোরবানি দূরে থাক, তিন বেলা খেয়ে বেঁচে থাকাই কষ্টকর হুয়ে দাঁড়িয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন