![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/30/dbea0a5e377a46f3ba347c95ace71ab8-5f22fc8fa3697.jpg?jadewits_media_id=681293)
রেসিপি: গরুর ভুঁড়ি ভাজা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ২২:৫৭
গরু অথবা খাসির ভুঁড়ি ভাজা গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।উপকরণ গরু অথবা খাসির ভুঁড়ি- ২ কেজি সয়াবিন তেল- আধা কাপ তেজপাতা- ৪টি (ছোট) দারুচিনি- ৩ স্টিক (১ ইঞ্চি) লবঙ্গ- ৭/৮টি সবুজ এলাচ- ৮/১০টি পেঁয়াজ কুচি- ১ কাপ আদা বাটা- ২ টেবিল চামচ রসুন বাটা- ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া- দেড় টেবিল চামচ জিরার গুঁড়া- ১ চা চামচ গরম মসলার গুঁড়া- ১ চা চামচ হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ লবণ- স্বাদ মতো ভুঁড়ি ভাজার উপকরণ সয়াবিন তেল- ১/৪ কাপ পেঁয়াজ কুচি- ১ কাপ গরম মসলার গুঁড়া- ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ মৌরি গুঁড়া- ১ চা চামচ প্রস্তুত প্রণালি প্যানে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ কুচি ভেজে নিন।