You have reached your daily news limit

Please log in to continue


জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গেলেন ভারতের অসম রাইফেলসের ৩ জওয়ান

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গেলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম রাইফেলসের ৩ জওয়ান। জখম হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের আরেক রাজ্য মণিপুরের চান্দেল জেলার মায়ানমার সীমান্তের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত মণিপুরের চান্দেল জেলার একটি জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন ৪ নম্বর অসম রাইফেলস -এর জওয়ানরা। আচমকা সেখানে প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় স্থানীয় জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি (PLA) -এর সদস্যরা। তারপর অসম রাইফেলসের সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এর জেরে তিন জন জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও চার জন। প্রশাসন সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত চান্দেল জেলার একটি জায়গায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন