![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/30/4d7ba2f5511f7dd091d9106614575a07-5f22ccb667916.jpg?jadewits_media_id=681265)
হজের জন্য মক্কায় প্রবেশের চেষ্টা, আটক ২৪৪
হজ পালনের জন্য পবিত্র মক্কা নগরীতে প্রবেশের চেষ্টার দায়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। সাফা নিউজ এজেন্সি-র বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে এ ঘটনায় ২৪৪ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে এটা প্রমাণিত হয়েছে যে, ওই ব্যক্তিরা মক্কা অভিমুখে যাত্রা করেছিল। এই হজের মৌসুমে করোনাভাইরাসের বিস্তার রোধে নেওয়া বিধিনিষেধ মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বিনা অনুমতিতে কেউ মক্কায় প্রবেশ করলে তাকে দেশছাড়া করার পাশাপাশি ১০০ রিয়াল জরিমানা করা হবে।