১৭ বছরে প্রথম লোকসানে মারুতি সুজুকি

জাগো নিউজ ২৪ ভারত প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১৮:৫৯

করোনা মহামারি ও এর বিস্তার রোধে জাড়ি লকডাউনে বিক্রি শূন্য কিংবা স্থবির হয়ে পড়ায় ভারতের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে লোকসান করেছে। ২০০৩ সালে সরকারি মালিকানায় আসার পর প্রথমবার লোকসান হলো কোম্পানিটির।

গত বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১ হাজার ৩৭৬ কোটি রুপি। কিন্তু এ বছর একই সময়ে ২৬৮ কোটি রুপি লোকসান হয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে বলা হচ্ছে, লকডাউনের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, যদিও এই আংশিকভাবে এই সময়ে পরিচালন ব্যয়ও অনেকে কমেছিল।

লকডাউনের কারণে উৎপাদন বন্ধ থাকায় গত এপ্রিলে মারুতি সুজুকির বিক্রি ছিল শূন্য। তবে লকডাউন শিথিল হতে থাকলে মে মাসে উৎপাদন ও বিক্রয় সীমিত পরিমাণে পুনরায় শুরু হয়েছিল। তবে কোম্পানিটি বলেছে, স্বাভাবিক কার্যক্রম চললে দুই সপ্তাহে বিক্রি হয় দ্বিতীয় প্রান্তিকের বিক্রি ছিল তার সমপরিমাণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও