উঁচু নিচু টিলা, চা বাগান আর আগর আতরের দেশ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তারাদরম গ্রামে জন্ম। সবুজবেষ্টিত একটা ছোট্ট গ্রামের একান্নবর্তী পরিবার থেকে বড় হওয়া। ক্রিকেট ব্যাট-বলকে নিত্যসঙ্গী করে প্রতিদিন ভরদুপুরে বাড়ির বিশাল পুকুরে সাঁতার কাটা আর দুরন্তপনার মধ্য দিয়েই শৈশব কেটেছে। দাদা হারিছ আলীর দান করা ভূমিতে সদ্য প্রতিষ্ঠিত গ্রামের প্রথম প্রাইমারি স্কুল, সেখান থেকেই শিক্ষাজীবন শুরু। নিজের বাড়িটিই ছিল স্কুলের একটা অফিস কক্ষ, বাঁশের ভেড়া আর বাঁশ কাঠের তৈরি বেঞ্চ, বৃষ্টি আসলেই আবার নিজেদের বাড়িতেই গিয়ে ক্লাস করতে হত। সরকারিভাবে স্কুল নির্মাণের জন্য পঞ্চম শ্রেণিতে থাকাকালে খোলা আকাশের নিচে পড়েই মাধ্যমিক স্কুলে যেতে হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.