নির্বাচনে ফায়দা তুলতে স্নায়ুযুদ্ধ চাচ্ছেন ট্রাম্প : চীন
নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বলির পাঁঠার খোঁজ করছে যুক্তরাষ্ট্র। এ জন্য ট্রাম্প প্রশাসন কমিউনিস্ট শাসিত চীনের সঙ্গে নতুন করে একটা বাণিজ্যু যুদ্ধে জড়িয়ে পড়ার চেষ্টা করছে; যাতে প্রেসিডেন্ট নির্বাচনে ফায়দা তোলা যায়। বৃহস্পতিবার এমন অভিযোগ তুলেছেন লন্ডনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। খবর রয়টার্সের।
চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং বলেছেন, ‘এটা চীন নয় যারা এ সংঘাত চাচ্ছে। এটা হলো প্রশান্ত মহাসাগরের অপর পারের দেশ (যুক্তরাষ্ট্র), যারা চীনের সঙ্গে একটা নতুন স্নায়ুযুদ্ধ চাচ্ছে। সুতরাং আমাদের তাতে প্রতিক্রিয়া জানাতে হবে। আমাদের (চীনের) স্নায়ুযুদ্ধ কিংবা কোনো ধরনের যুদ্ধের প্রতি আগ্রহ নেই।’