বিরল এই হাড়ের রোগ থেকে হতে পারে ক্যান্সার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১৭:২৮

অস্টিওসারকোমা কী,কেন হয় কিংবা কাদের হয় এই রোগ? এটি এক ধরনের হাড়ের রোগ। সার্কোহেল্প এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, অস্টিওসারকোমা হলো এক ধরনের হাড়ের ক্যান্সার বা বোন ক্যান্সার। যা শরীরের লম্বা হাড়গুলোতে হতে দেখা যায়। আক্রান্ত স্থানে টিউমারের মতো ফুলে যায়।   ক্যান্সার সোসাইটি জানাচ্ছে যে, সমস্ত হাড় সংক্রান্ত ক্যান্সারের মধ্যে অস্টিওসারকোমা-ই সবথেকে বেশি হতে দেখা যায়। এটি মূলত হাড়ের অস্টিওব্লাস্ট কোষে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও