রাজার জন্মদিনে রাজতন্ত্রের অবসানের দাবি
থাইল্যান্ডের রাজা মহাভাজিরালোংকর্ন করোনা-সংকট ভয়াবহ রূপ নেয়ার আগেই অবকাশ যাপনের জন্য জার্মানিতে চলে আসেন৷ তাই মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিজের জন্মদিনের রাষ্ট্রীয় আয়োজনে তিনি থাকতে পারেননি৷
রাজার জন্মোৎসবের দিনে রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার নেতৃত্বে মন্ত্রিপরিষদ রাজার প্রতি অনুগত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অঙ্গীকার করেন৷ প্রথা অনুযায়ী ৬৯ জন বৌদ্ধ ভিক্ষুর উপস্থিতিতে এ আনুষ্ঠানিকতা শেষ হয়৷
অন্যদিকে রাজার জন্মদিনেও সরকারবিরোধীদের বিক্ষোভ হয়েছে থাইল্যান্ডে৷ সেখানে রাজার বিরুদ্ধেও উঠেছে শ্লোগান৷ রাজতন্ত্র অবসানের দাবিতে লেখা নানা ধরনের প্ল্যাকার্ড দেখা গেছে বিক্ষোভ আন্দোলনরতদের হাতে৷ ‘রামা দশ' নামেও পরিচিত রাজা মহাভাজিরালোংকর্ন করোনা সংকটের সময় প্রবাসে নিষ্ক্রিয় সময় কাটাচ্ছেন৷ তার এই নিষ্ক্রিয়তায় সরকারবিরোধীরা ক্ষুব্ধ৷
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রাজার জন্মদিন
- রাজতন্ত্র
- অবসান