You have reached your daily news limit

Please log in to continue


এখানে কেবল দুর্নীতিই নয়, রয়েছে গাফিলতিও

সেবা প্রদানে পিছিয়েপড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নানা অনিয়মের তথ্য তুলে ধরে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, এখানে কেবল দুর্নীতিই নয়; দায়িত্বে গাফিলতি রয়েছে, রয়েছে অপচয় ও অবহেলাও। তাই প্রশাসনিক সংস্কারে হাত দিয়েছি। করপোরেশনের শীর্ষ পর্যায় হতে শুরু করে মাঠ পর্যায়ে এই ব্যবস্থা গৃহীত হচ্ছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। নিজের উপলব্ধি তুলে ধরে মেয়র বলেন, ডিএসসিসির দায়িত্ব নেওয়ার পর আমি উপলব্ধি করেছি, এখানে কেবল দুর্নীতিই নয়; দায়িত্বে গাফিলতি রয়েছে, রয়েছে অপচয় ও অবহেলাও। তাই প্রশাসনিক সংস্কারে হাত দিয়েছি। করপোরেশনের শীর্ষ পর্যায় হতে শুরু করে মাঠ পর্যায়ে এই ব্যবস্থা গৃহিত হচ্ছে। ডিএসসিসিকে একটি কর্তব্যপরায়ণ ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা এবং কর্মকর্তা-কর্মচারীদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এই সংস্কার কার্যক্রম চলমান থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের সকল পর্যায়ে আমরা একটি বার্তা পৌঁছে দিয়েছি, গত ১৭ মে হতে আগামী ৫ বছর সম্পূর্ণ ভিন্নতর। কোন ধরনের দুর্নীতি, অবহেলা ও গাফিলতি বরদাশত করা হবে না। এসবের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অব্যাহত থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন