অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে কেড়েছে ৩০০ কোটি প্রাণ
অস্ট্রেলিয়ার বিধ্বংসী দাবানলে স্তন্যপায়ী, সরীসৃপ এবং পাখিসহ কম পক্ষে ৩ শ’ কোটি প্রাণী মারা গিয়েছে বা বাস্তুচ্যুত হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার-এর (ডব্লিউ ডব্লিউ এফ) সাম্প্রতিক এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। WWF-এর এই রিপোর্টই মঙ্গলবারই প্রকাশিত হয়। ২০১৯-২০২০ মৌসুমের দাবানল দেশের বন্যজীবনের ওপর কী প্রভাব ফেলেছে, প্রথমবার তা নিয়ে কোনও বিশদ রিপোর্ট প্রকাশ করল অস্ট্রেলিয়ার এই সংস্থাটি। এই দাবানলকে আধুনিক ইতিহাসে সবচেয়ে খারাপ বন্যপ্রাণী বিপর্যয় বলে উল্লেখ করেছে ডব্লিউ ডব্লিউ এফ। খবর আল জাজিরার।