সুপারশপের ট্রলি সেপনিলে জীবানুমুক্ত থাকবে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১৩:১২
সুপার শপে বাজার বহন করার ট্রলিগুলো জীবাণুমুক্ত করতে সেপনিল স্কয়ার নিয়ে এসেছে ডিসইনফেকট্যান্ট কিট। এখন প্রতিবার ট্রলি ব্যবহারের আগে যে কেউ ডিসইনফেকট্যান্ট কিট সোয়াইপ করলে ট্রলির হাতল জীবাণুমুক্ত করা সম্ভব।