দেয়ালের স্যাঁতসেঁতে ভাব বা ছত্রাক দূর করবেন যেভাবে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১৩:০৩
বর্ষায় প্রকৃতি যেন নতুন প্রাণ পায়। এই দিনে বৃষ্টি মনে যেমন আনন্দ দেয়, ঠিক তেমনি কিছু সমস্যারও সৃষ্টি করে। এই সময়ের স্যাঁতসেঁতে আবহাওয়াতে যেন ব্যাকটেরিয়া ভাইরাস জেগে ওঠে। পোকামাকড়ের প্রজনন সময়ও এটি। এছাড়াও আরো নানান সমস্যা বয়ে আনে বর্ষাকাল। বর্ষাকালে বাড়ি-ঘর স্যাঁতসেঁতে, ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘরও সংক্রমণ মুক্ত রাখা খুব জরুরি।