![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/mnbv-2007300701.jpg)
গরুর কোন অংশের মাংস দিয়ে কী পদ রাঁধবেন, জেনে নিন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১৩:০১
সারাবছর মাংস খাওয়া হলেও কোরবানি ঈদে খাওয়া হয় একটু বেশিই। স্বাস্থ্যের তোয়াক্কা না করে একেবারে কব্জি ডুবিয়ে খান মাংস। গরু বা খাসির নানা পদে ভরে থাকে ডাইনিং টেবিল। তবে আগে থেকে জেনে রাখুন, গরু বা খাসির কোন অংশের মাংস দিয়ে কি পদ রান্না করা যায়। এতে ঈদের কোন দিন কি রান্না করবেন তা আগে থেকেই ঠিক করে রাখতে পারবেন। তাহলে জেনে নিন গরু এবং খাসির কোন অংশের মাংসে কি পদ রান্না করবেন