![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/30/e1b743dd796a82f6a187a2dc03d8620e-5f22602359bdb.jpg?jadewits_media_id=681198)
নিজেকে একটু অন্যভাবে তুলে ধরলাম: পূজা (ভিডিও)
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১১:৪৫
এই ঈদে গান প্রকাশ পাচ্ছে অনেক, যদিও সিংহভাগই আওয়াজহীন। বিপরীতে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যস্ত রেখেছে নাটক নির্মাণ ও প্রচারণা নিয়ে!সে হিসেবে এই ঈদে প্রযোজক-শিল্পী পূজা প্রকাশিত ‘নগদ প্রেম’ অন্যতম। কারণ, গানটির কথা-সুর-ভিডিওতে রয়েছে বৈচিত্র্য। যা প্রকাশ পেয়েছে পূজা নামের ইউটিউব চ্যানেল ২৯ জুলাই।