![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/07/30/og/092010_bangladesh_pratidin_wwwww.png)
ছায়ানটকে ভারতীয় হাইকমিশনের দুটি স্কুলবাস উপহার
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ০৯:২০
ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের জন্য নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুইটি স্কুলবাস উপহার দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বুধবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলি দাশ দুটি স্কুলবাস হস্তান্তর করেন। ছায়ানট কর্তৃক পরিচালিত একটি স্কুল নালন্দা উচ্চ বিদ্যালয়।