বাবুলের বাংলোয় মধ্যাহ্নভোজে আধ ডজন সাংসদ, দিলীপ ‘জানতেনই না’
রাজধানীর বহুচর্চিত বৈঠক শেষ। বঙ্গ বিজেপির শীর্ষ পদাধিকারীদের অনেকেই দিল্লি ছেড়ে রাজ্যে ফিরেছেন ইতিমধ্যেই। কিন্তু অনেকে আবার এখনও দিল্লিতেই। এবং দিল্লিতে এই অতিরিক্ত কয়েকটা দিনের থেকে যাওয়া যে একেবারে অকারণে নয়, তা স্পষ্ট করে দিল এক মধ্যাহ্নভোজের আসর। বুধবার এক কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন হল। অন্তত আধ ডজন সাংসদ খাওয়া-দাওয়া সারলেন একসঙ্গে। এই মধ্যাহ্নভোজ নেহাৎই ‘মধ্যাহ্নভোজ’? নাকি কোনও স্পষ্ট অক্ষের আভাস? রসিকতার ঢঙে জবাব এড়ালেন স্বপন দাশগুপ্ত। আর একই দলের অনেকের একসঙ্গে খাওয়া-দাওয়া করার মধ্যে কোনও ‘অস্বাভাবিকতা’ না দেখেও দিলীপ ঘোষ বললেন, ‘‘এই লাঞ্চের ব্যাপারে আমার কিছু জানা নেই।’’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে