কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩৭০ ধারা বাতিলের পর উল্লেখযোগ্য হারে কমেছে সন্ত্রাসী কার্যকলাপ

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) জম্মু ও কাশ্মীর প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১৮:৫৯

৩৭০ ধারা বিলোপের ভালো ফল পাচ্ছে ভূস্বর্গ কা্শ্মীর। ঐতিহাসিক এই ধারা বাতিলের ফলে গত এক বছরে ভূস্বর্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ উল্লেখযোগ্য হারে কমেছে। সেই খতিয়ান তুলে ধরে এক রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । প্রসঙ্গত বলা যেতে পারে, আর কয়েকদিন পরেই ৫ আগস্ট ৩৭০ ধারা বিলোপের প্রথম বর্ষপূর্তি। তার আগেই সাফল্যের খতিয়ান তুলে ধরল কেন্দ্র সরকার।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা বিলোপের পর থেকেই সন্ত্রাসদমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। পাশাপাশি গত বছরের ২০১৯ সালের তুলনায় নাশকতামূলক কার্যকলাপ ৩৬ শতাংশ কমেছে। কেন্দ্রীয় মন্ত্রকের দাবি, ২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত কাশ্মীরে (Kashmir) ১৮৮টি নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা। এবছর একই সময়ে নাশকতামূলক ঘটনার সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২০। গত বছর ওই সময়ে ভূস্বর্গে ৫১ বার গ্রেনেড হামলা হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ বছরের শুরুূ থেকে ১৫ জুলাই পর্যন্ত সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র ২১টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও