![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1182783!/image/image.jpg)
বাবা অমর একাদশের একজন, মোহনবাগানের প্রথম লিগ জয়ী ক্যাপ্টেন আজ বিস্মৃত
আজ মোহনবাগান দিবস। দিনের শুরুটাই হয়েছে দারুণ ভাবে। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারের বিলবোর্ডে শোভা পেয়েছে মোহনবাগান। অমর একাদশের ছবিও দেখানো হয়েছে সেখানে। কিন্তু ক’জন আর খবর রাখেন বিমল মুখোপাধ্যায়ের?