বন্যার্তদের জন্য বরাদ্দ ১০ কেজি, চেয়ারম্যান দিলেন ৪ কেজি চাল
ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও বন্যার্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফের চাল ১০ কেজি করে দেয়ার কথা থাকলেও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নে চার কেজি করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ইউনিয়নের তিন ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় ১০ কেজির জায়গায় কাউকে চার কেজি আবার কাউকে পাঁচ কেজি করে দেয়া হয়। এ নিয়ে প্রতিবাদ করলে সুবিধাভোগীদের ওপর চড়াও হন বেরুবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালেব।