কোরবানির ঈদেও ঘর থাকুক সুরভিত
বার্তা২৪
প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১৭:৫২
কোরবানির ঈদে ঘরের কাঁচা মাংসের গন্ধের সমস্যাটি দেখা দেয় সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই বাজে গন্ধটি সহজে দূর হতে চায় না। পুরো ঘর জুড়েই রয়ে যায় গুমোট গন্ধ। এই সমস্যাটি থেকে পরিত্রাণ পাওয়া যাবে খুবই সহজ তিন উপায়ে।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- ঈদুল আজহা
- দুর্গন্ধ দূর উপায়