ঈদে খাবার পাবে সুবিধাবঞ্চিত ৩১ হাজার মানুষ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১৫:৪৯
ঈদুল আজহায় সুবিধাবঞ্চিত ৩১ হাজারের বেশি মানুষকে খাবার দেওয়া হবে। গ্রামীণফোন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ‘গ্রামীণফোন ঈদের খুশি’র মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে এমন আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দুটি প্রতিষ্ঠান গত ২৮ জুলাই একটি চুক্তি স্বাক্ষর করে।
ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসাইন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর দাস। এ ছাড়া গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলুল হক, হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার ও লিড স্পেশ্যালিস্ট সাসটেইন্যাবিলিট হাফিজুর রহমান খান।