শেরপুরে বন্যার্তদের সেবায় ৫৮ মেডিকেল টিম
শেরপুরে বন্যার্তদের সেবা দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগের ৫৮টি মেডিকেল টিম। এসব টিমের সদস্যরা এ পর্যন্ত ১২শ’ পানিবন্দী মানুষকে সেবা দিয়েছেন।
বুধবার দুপুরে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ। তিনি বলেন, বন্যার্তদের সেবা নিশ্চিতে মেডিকেল ক্যাম্পগুলো বন্যা কবলিত এলাকার আশপাশে স্থাপন করা হয়েছে।
এখন পর্যন্ত ৩৩২ জন ডায়রিয়া রোগীকে সেবা দেয়া হয়েছে। ডায়রিয়ার প্রকোপ কমাতে বন্যার্তদের মাঝে ৫০ হাজার স্যালাইন ও দুই হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।