দিনে ক্রেতা শূন্য, রাতে জমজমাট

সময় টিভি গাবতলী পশুর হাট প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১১:২৬

দিনে ক্রেতাশূন্য থাকলেও রাজধানীর কোরবানীর পশুর হাটগুলোতে রাতের চিত্র ভিন্ন। ঈদের মাত্র দুদিন বাকি থাকায় বেড়েছে উপস্থিতি। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। অবশ্য এখনো আশা ছাড়ছেন না বিক্রেতারা।

তবে বিক্রেতারা বলছেন ক্রেতার চেয়ে দর্শকই বেশি। তাদের উদ্ভট প্রশ্নে অনেক ক্ষেত্রে বিব্রতও হচ্ছেন বিক্রেতারা। আসমত আলী। বাংলার বস ও বাংলার সম্রাট নিয়ে এসেছেন গাবতলী পশুর হাটে। গরু দুটির দাম হাকিয়েছেন ৩০ লাখ ও ২২ লাখ টাকা। হাটের প্রধান ফটকের পাশেই হওয়ায় দর্শনার্থীদরে আনাগোনাও বেশি। সবাই ছবি ও ভিডিও করতে ব্যস্ত। কিন্তু কিনছেন না কেউই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও