রাম মন্দির নির্মাণে এক কেজি সোনার ইট দিতে চান বাবরের বংশধর
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে মোদি সরকার। এই মন্দির তৈরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সোনার ইট তুলে দিতে চান শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর প্রিন্স ইয়াকুব হাবিবুদ্দিন তুসি।
ভারতীয় একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ভারতে বসবাসকারী আমার হিন্দু ভাইদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর মন্দিরের জন্য আমি যে এক কেজি সোনার ইট দেব বলেছিলাম, তা প্রস্তুত রয়েছে। এই ইটটি প্রধানমন্ত্রী মোদির হাতে তুলে দেয়ার জন্য তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রামমন্দির ইস্যু
- সোনার ইট