You have reached your daily news limit

Please log in to continue


জনদুর্ভোগ দূর করুন

আগামী ১ আগস্ট পালিত হবে পবিত্র ঈদুল আজহা। দেশের একটা বড় অংশ বন্যার পানিতে ডুবে আছে। এদিকে চলছে করোনা মহামারিকাল। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সংক্রমণও থেমে নেই। সবমিলিয়ে দুরবস্থা চরমে। এ অবস্থায় জনদুর্ভোগ দূর করতে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশ এখনও মুক্ত নয়। মরণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩৫ জন। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো তিন হাজার জনের। ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৯ হাজার ১৮৫। করোনাভাইরাস বিষয়ে গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। ভাইরাস থেকে বাঁচতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি। বারবার সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ইত্যাদি নিয়ম মানতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অনেকেই সেটি মানছেন না। এদিকে কোরবানির পশুর হাটেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন