অভিযোগ প্রমাণিত নাজিব রাজাকের ১২ বছরের কারাদণ্ড
ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমডিবি) কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মালয়েশিয়ার একটি আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে তাকে ২১ কোটি মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ৫ কোটি ডলার) জরিমানা করা হয়েছে। খবর ব্লুমবার্গ ও বিবিসি।