![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/28/4178aa2499e859ab6166f365d8002270-5f204c0a9521c.jpg?jadewits_media_id=1550257)
কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতির ফার্মেসিতে নেশার ট্যাবলেট
জয়পুরহাটের আক্কেলপুরে নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট পেন্টাডল বিক্রির দায়ে দুই ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের পুরোনো বাজারের প্রিন্স ফার্মেসি ও প্রধান সড়কের অগ্রণী ব্যাংক এলাকার সালেহা ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন।