ভুয়া করোনা সার্টিফিকেট ইস্যুতে বিব্রত, ক্ষুব্ধ ইটালি প্রবাসীরা
২৫ বছর বয়সি রাকিব হাসান কয়েকবছর ধরেই ইটালির রাজধানী রোমে বসবাস করছেন৷ ইউরোপের দেশটির সংস্কৃতির সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন তিনি৷ ডয়চে ভেলের প্রতিবেদকের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি করোনা টেস্ট করাতে রোমের এক হাসপাতালের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন৷ তিনি জানান, বাংলাদেশে করোনা সার্টিফিকেট কেলেঙ্কারি তার মতো অনেক প্রবাসীর জীবন জটিল করে তুলেছে৷ রাকিব হাসান বলেন, ‘‘আমি সাম্প্রতিককালে বাংলাদেশ ভ্রমণ করিনি৷ তারপরও আমি যে রেস্তোরাঁয় কাজ করি সেটির মালিক আমাকে করোনা টেস্ট করতে বলেছেন৷