![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/giant_fish_dailybangladesh-2007281129.jpg)
৮০০ কেজির দানব আকৃতির মাছ ২০ লাখ টাকায় বিক্রি!
৮০০ কেজির উড়োজাহাজ আকৃতি মাছ। দানব আকৃতির মাছটি দেখে হতবাক জেলে থেকে শুরু করে বাজারের মাছের পাইকাররা। এতো বড় মাছ সাধারণত চোখেই পড়ে না। তাই মাছটি দেখতে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। পরে উড়োজাহাজ আকৃতির মাছটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এ মাছকে চিলশঙ্কর হিসেবে ডাকা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দানব
- সামুদ্রিক মাছ