You have reached your daily news limit

Please log in to continue


‘কান্না থামাতে পারছি না’ দিল বেচারা ছবি দেখে ভূমির স্বীকারোক্তি

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি ও হটস্টারে মুক্তি পেয়েছে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা।’ ছবির কাহিনিতে অনেকে প্রশান্তের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন। অনেক ছবি অনুরাগী রিভিউতে এমনটাই জানিয়েছেন। গোটা ভারতে সুশান্তের অগণিত ভক্তকূল সেই সিনেমা দেখতে বসে চোখের পানি আটকে রাখতে পারেননি । সুশান্তের এক সময়ের সহকর্মী ভূমি পেডনেকরও এর ব্যতিক্রম নন। সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি দেখে কান্না চেপে রাখতে পারেননি ভূমি। ছবিটি দেখে ইনস্টাগ্রামে তিনি আবেগঘন পোস্টও দিয়েছেন সুশান্তকে নিয়ে। ছবিটি নিয়ে ভূমি লিখেছেন, বেদনাদায়ক ও সুন্দর। তিনি আরও লিখেছেন, ‘আবেগপ্রবণ, কান্না থামাতে পারিনি। অসাধারণ অভিনয়। এত সামনে থেকে বেদনাদায়ক অথচ কত সুন্দর করে বলা কথা কোনওদিন দেখিনি। ভক্তদের দেওয়া সুশান্তের সেরা উপহার।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন