![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2020/07/afran-nisho-in-car.jpg)
বাকি জীবন গাড়িতেই কাটাবেন নিশো!
চ্যানেল আই
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১৩:৫৮
এই শহরে বসবাসের জন্য আদর্শ বাসা নিয়ে অভিযোগ আর অসহায়ত্বের সীমানা নেই ভাড়াটিয়াদের। ব্যাচেলরদের বেলায় সেই অসহায়ত্ব হয়ে ওঠে নিয়তির লিখন! এসব মেনে নিয়েই এই শহরের মানুষ জীবন যুদ্ধ করে যাচ্ছে। শুধু ব্যতিক্রম দেখা গেল শুধু একজনকে। অভিনেতা আফরান নিশো! তিনি সিদ্ধান্ত নিলেন, এভাবে বাড়িওয়ালাদের সঙ্গে পরাজিত হয়ে আর নয়। তিনি একাই একশো।
- ট্যাগ:
- বিনোদন
- ব্যাচেলর
- নতুন নাটক
- আফরান নিশো