![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbijri-20200728135710.jpg)
করোনায় আক্রান্ত বিজরী বরকতুল্লাহর মা
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। তার মা জিনাত বরকতুল্লাহ একজন প্রতিথযশা নৃত্যশিল্পী। জানা গেছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অবস্থা কিছুটা প্রতিকূলে থাকায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিজরী ২৭ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘এতোটা অসহায় এ জীবনে কোনোদিন লাগেনি..’ সেই পোস্টের নিচে অনেকেই জানতে চান কী সমস্যায় পড়েছেন বিজরী। তিনি উত্তরে জানান, তার মা করোনায় আক্রান্ত হয়েছেন।