৬০১৪ কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ বাকি
শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় সিদ্ধান্তে ২৫ থেকে পিছিয়ে ২৭ জুলাই, দিন তারিখ নির্ধারণ করা হয়েছিলো ঈদ বোনাস পরিশোধের। প্রতিশ্রুত ২৭ জুলাই গতকাল সন্ধ্যা পর্যন্ত ছয় শিল্প এলাকায় বোনাস পরিশোধ হয়েছে এমন কারখানা সংখ্যা ১ হাজার ৫৮৮টি। মোট ৭ হাজার ৬০২টির মধ্যে বোনাস অপরিশোধিত কারখানা ৬০১৪টি। আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা শিল্প অধু্যসিত এই ছয় এলাকায় শিল্প কেন্দ্রীভবনের কারণেই একক খাতভিত্তিক কারখানার সংখ্যা বেশি। শুধু পোশাক খাতের কারখানা আছে ২ হাজার ৮৯৩টি। এ খাতেরই ব্যাকওয়ার্ড লিংকেজ বস্ত্র শিল্পের কারখানা আছে ৩৮৯টি। এছাড়া বেপজার আওতায়ও আছে বস্ত্র ও পোশাক খাতের কারখানা। এভাবে ছয় শিল্প এলাকায় মোট ৭ হাজার ৬০২টির মধ্যে পোশাক খাত কেন্দ্রীক মোট কারখানার সংখ্যা ৩ হাজার ৩৭২টি। বোনাস পরিশোধের চিত্রেও এ কেন্দ্রীভবনের প্রতিফলন দেখা যায়।