হজ উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করল সৌদি আরব
ইসলামের অন্যতম ফরজ বিধান হজ পালিত হবে ৩০ জুলাই, বৃহস্পতিবার। করোনা পরিস্থিতির কারণে এ বছর সীমিত পরিসরে মাত্র ১০ হাজার মুসলিমের অংশগ্রহণে হজ পালিত হচ্ছে। ইতোমধ্যেই মক্কায় পৌঁছেছেন মনোনীত হজযাত্রীরা।
চলতি বছর ভিন্ন পরিস্থিতিতে হজ অনুষ্ঠিত হচ্ছে। তবে অন্যবারের মতো এবারও হজকে স্মরণীর করে রাখতে এবং হজের প্রতি সম্মান জানিয়ে সৌদি আরব নতুন সৌদি ডাকটিকিট চালু করেছে। ৩ রিয়াল মূল্যমানের ডাকটিকিটে পবিত্র কাবাকে ঘিরে নির্মিত ক্লক টাওয়ারসহ বেশ কয়েকটি ভবনের ছবি দেখা যাচ্ছে।