ভাইরাস নিয়েও রাজনীতি, উত্তপ্ত দুই কোরিয়া
উত্তর কোরিয়ার সীমান্তবর্তী কেসাং শহরকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। এক ব্যক্তির শরীরে কোভিড-১৯-এর লক্ষণ থাকায় এমনই নির্দেশ। জানা গেছে, করোনার সন্দেহভাজন ওই ব্যক্তি অবৈধভাবে দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন বলে দাবি করছে পিয়ংইয়ং প্রশাসন।
গত শনিবার এ নিয়ে জরুরি বৈঠকের পর কিম জং উন লকডাউনের সিদ্ধান্ত দিয়েছেন। তবে তার আগে শুক্রবার থেকেই শহরটির সীমান্তে সতর্কতামূলক লকডাউনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পিয়ংইয়ং প্রশাসন এখন তাদের দেশে করোনার বিস্তারের জন্য দক্ষিণ কোরিয়াকে দোষারোপ করছে। উত্তর কোরিয়ায় কোনো করোনা রোগী নেই বলে এতদিন ধরে দাবি করে আসছে পিয়ংইয়ং।