![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/28/198e92c1cf7df901a9aedda64929d50d-5f1f5b21b58a1.jpg?jadewits_media_id=1550044)
বদরাগী এক পাহারাদার
থাইল্যান্ডে চলছে তরমুজের মৌসুম। দিগন্ত পর্যন্ত বিস্তৃত তরমুজখেতে ঘাপটি মেরে বসে থাকা বিরাট আকারের তরমুজগুলো দেখলেই তা বোঝা যায়। মৌসুম এসে পড়ায় কৃষকেরা দম ফেলারও ফুরসত পাচ্ছেন না। এত বড় বড় তরমুজ তোলা, বাজারে পাঠানো—সব মিলিয়ে মেলা ঝক্কি। এমনই এক সময়ে যখন সব কৃষক খেতে ব্যস্ত, তখন তরমুজবোঝাই এক ভ্যান পড়ে আছে রাস্তার ধারে। সবচেয়ে বড় কথা, সেটার আশপাশে কোনো পাহারাদারের দেখা মিলছে না। বিষয়টা একটু অদ্ভুত! পুরো ভ্যান হয়তো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তবে তরমুজগুলো হাওয়া হয়ে যেতে পারে যেকোনো সময়ে। দুষ্ট কিশোরের তো অভাব নেই। তাহলে? এত নিশ্চিন্তে কেন কৃষক নিজের ভ্যান রেখে কাজ করছেন খেতে? কে দিচ্ছে পাহারা তরমুজগুলোকে?
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তরমুজ
- বিড়াল
- পাহারাদার