কভিড সংক্রমণ তীব্রতা হারিয়েছে, মৃত্যুহার কমছে: এখন নীতি কৌশল কী হবে?

বণিক বার্তা ড. শামসুল আলম প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ০২:১১

কভিড সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুতে আমরা ভীত-শঙ্কিত। বিশ্বব্যাপী উদ্বেগ ও শঙ্কায় অর্থনীতি এখনো গতিহীন। বিশ্বের ২১৩টি দেশে কভিডের সংক্রমণ ঘটেছে। অর্থাৎ কভিডের থাবার বাইরে কেউ নেই। বিশ্বায়ন যে কত গভীরে পৌঁছেছিল, তা কভিড সংক্রমণ আমাদের ভালোভাবে দেখিয়েছে। কোনো কোনো দেশে সংক্রমণ কমেও আবার এখন দ্বিতীয় পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে বিশেষভাবে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত, যেটাকে বলা হচ্ছে সংক্রমণের ‘দ্বিতীয় ঢেউ’। বিশ্বে মোট সংক্রমণ দেড় কোটি ছাড়িয়েছে। মৃত্যুসংখ্যা ৭০ লাখের কাছাকাছি। জীবনহানি ছাড়াও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে নেতিবাচক প্রবৃদ্ধির মধ্য দিয়ে। এসব ভয় ও শঙ্কা নিয়েই সারা বিশ্বে অর্থনৈতিক কার্যক্রম ক্রমান্বয়েই উন্মুক্ত করে দেয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও