প্রিন্স হ্যারি-মেগানের বই নিয়ে মর্গানের তুলোধুনো
ব্রিটিশ রাজকীয় পরিবার ত্যাগকারী প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের রচিত বই ‘ফাইন্ডিং ফ্রিডম’কে তুলোধুনো করেছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ারস মর্গান। এ বই দ্য ডিউক ও ডাচেসকে নিজেদের ভীষণ তিক্ততা, অবিশ্বাস্যরূপে স্ব-অন্ধকারাচ্ছন্ন, গভীরভাবে বিভ্রান্ত, শোচনীয়ভাবে স্ব বধির ও হাসির পাত্র হিসেবে প্রকাশ করেছে।