বংশালে বিস্ফোরণ: দুই শিশুর পর বাবারও মৃত্যু
পাঁচ দিন আগে পুরান ঢাকার বংশালের এক বাড়িতে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জাবেদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার শিশু সন্তান ময়নুল (১) ও জান্নাত (৪) আগেই মারা গিয়েছিলেন।দেহের ৭০ শতাংশ জায়গায় আগুনের ক্ষত নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন জাবেদের স্ত্রী শিউলি বেগম (২৫)।সোমবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জাবেদ (৩৫) মারা যান বলে হাসপাতালটির আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।ফায়ার সার্ভিস জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে একটি দোতলা বাড়ির নিচ তলায় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের ধাক্কায় ভবনের নিচতলার দেয়াল ধসে পড়ে।